উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
মধ্যপ্রাচ্যে লাগল আগুন, দুনিয়া ছারখার!
যুদ্ধ-যুদ্ধ চলছে খেলা ইজরায়েল-আমেরিকার।
নেতানিয়াহু-ডোনাল্ড ট্রাম মিলিয়ে কাঁধে কাঁধ-
নিরিহ মানুষের রক্তে রাঙাল ওদের কালো হাত।
যেথায় দেখি ধ্বংসস্তূপ, কান্নার রোল কানে,
এরই উপর ট্রাম্প টাওয়ার চাইবে আকাশ পানে।
ভূমধ্যসাগর দেখ রক্তে ভেসে যায়!
'লাল' সাগরের সৈকতে ট্রাম্প রোদ পোহায়।
বাড়বে ব্যাবসা, ভরবে পকেট ডলার-ডলার-ডলার,
যার জমি সে যাক চুলোয়, ওদের বাড়বে পসার।
স্বপ্ন দেখে ডোনাল্ড ট্রাম্প সঙ্গি ইলন মাস্ক,
রঙ্গস্বামী, তুলসী আছে, আছে জেডি ভান্স।
ছিন্নভিন্ন শিশুর দেহ ছড়িয়ে যেথায় সেথায়,
পচা মাংসের কটূ গন্ধে বেঁচে থাকাই দায়।
রক্তে ভেজা গাজ়ার মাটি, আকাশে শকুন দল
পাথর ওরা, এসব দেখেও আসেনা চোখে জল।
হে ঈশ্বর তুমি কি আছো? দেখো চোখ মেলে-
তোমার কবে ভাঙবে ঘুম, কতো প্রাণ নিলে?