সম্পর্ক
উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
ছোট্ট শিশু অবুঝ মনে মায়ের কোলে বসে-
কোঠিন প্রশ্ন দিল ছুঁড়ে মুচকি একটু হেসে।
অনেক ভেবেও পাইনি মা, সম্পর্কের মানে;
কারে কয় 'সম্পর্ক' জিগাই জনে-জনে।
প্রশ্ন শুনে মা বলেন হাতটি রেখে হাতে
"সম্পর্ক সুতোর মতো, মালা যে গাঁথে।
সম্পর্কের সুতোয় বাঁধা পড়ে মানুষ-ফুল
এটাই এক সত্য জেনো, বাকি সবই ভুল।
আমি হলাম একটি ফুল, মালা কভু নই,
যে মালা মানব জাতির শ্রেষ্ঠত্বের মই।
গাঁথতে মালা প্রতি ফুল সুঁচের আঘাত সয়!
এমন ত্যাগ থাকলে তবেই সমাজ গঠন হয়।
ছোটো পরিবারে শিশু মন হচ্ছে সংকীর্ণ
স্বার্থপর মানুষ তাই সমাজ জরাজীর্ণ।
ভাঙছে সব সম্পর্ক, ভাঙছে দেখো সমাজ,
মানব জাতির গৌরব তাই বিপন্ন হল আজ।"
জানে না মা সন্তান তার বুঝল কতখানি
মুক্ত হল আজকে মায়ের মনের সব গ্লানি।
দারুণ ! দারুণ! অসাধারণ ।
উত্তরমুছুনবেশ ভালো। সম্পর্ক বড় জটিল জিনিস। শিশু আর কী বুঝবে।
উত্তরমুছুনবেশ ভালো। সম্পর্ক বড় জটিল জিনিস। শিশু আর কী বুঝবে।
উত্তরমুছুন