পৃষ্ঠাসমূহ

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

'ধর্ম'-যুদ্ধ

'ধর্ম'-যুদ্ধ
           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী 

মন্দিরেতে গো-মাংস-
গেল-গেল রব,
ধরা পড়ল হিন্দু যুবক-
নাম তার ভৈরভ।

মূর্তির পায়ে কোরান শরীফ-
হিন্দু নিধন চালায়,
ইকবাল শেষে পড়ল ধরা,
ফায়দা তোলে নেতায়।

মসজিদ ভাঙলে হিন্দুর কি?
মন্দির ভাঙলে মুসলমানের?
তোমরা যদি লড়াই করো-
লাভ হবে শয়তানের।

আম জনতার ধর্ম নেই,
জীবন তাদের যুদ্ধ।
মৌলবাদী ও রাজনেতাদের-
বিনাশ হোক শিকড় সুদ্ধ।

২টি মন্তব্য:

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...