পৃষ্ঠাসমূহ

রবিবার, ১২ জুলাই, ২০২০

গণতন্ত্রের মাথায় ঝাঁটা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে
আক্রান্ত ধনী-গরিব সমানভাবে।
সংক্রমণের সাথে সাথেই-
ধনী যায় হাসপাতালে।
দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরেও-
বেড পায় না গরীব হলে।
কঠিন হলেও বাস্তব এটা,
গণতন্ত্রের মাথায় ঝাঁটা।

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...