পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

জাগো বাঙালি জাগো

জাগো বাঙালি জাগো 
        উপেন্দ্র নাথ ব্রহ্মচারী 

পার্ক স্ট্রিটের সুজাটকে মনে পড়ে?
কিংবা কাটোয়া, কামদুনি, কাকদ্বীপ?
আর জি কর তো আজ‌ নতুন নয়,
তবু ভালো, তোমাদের ঘুম তো ভাঙল।

বাঙালি তো এমন নির্বিষ, নির্বিকার ছিল না!
নিশিথ সূর্যের দেশের রাজারাও-
বাঙালির রক্তচক্ষুকে ভয় পেত!
তবে এই শীত ঘুমের কারন কি?

তরুণী ডাক্তারের আর্তনাদ কি
বাঙালি কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে পারল?
নাকি এই আর্তনাদ বন্ধ হলে আবার
ঘুমিয়ে পড়বে? - সময় জবাব দেবে।

আপাতত এই লড়াই জারি থাকুক,
আবার ঘুমিয়ে পড়ার আগে যেন-
তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে পারি।
কি বাঙালি ঘুম পাচ্ছে? এবার তো জাগো!

বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

তিলোত্তমা

তিলোত্তমা
         উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

তিলোত্তমা, মা-বাবার একমাত্র সন্তান,
বড় আদরের মেয়ে-
কত আশা ছিল বড় হয়ে ডাক্তার হবে,
মানুষের সেবা করবে!
ডাক্তার হলো বটে কিন্তু-
মানুষের সেবা করার সুযোগ ওরা দিল না।
ওরা, মানে মানুষের মতো দেখতে একদল 'হায়না';
যারা মেয়েটাকে এক টুকরো মাংসের মতো ছিঁড়ে খেলো,
যাদের পাশবিক অত্যাচারে মেয়েটাকে-
এই গ্রহেই নরক দর্শন করতে হলো।
সরি, পাশবিক বললে পশুদের অপমান করা হয়-
কারণ, পশুরা কখনো ধর্ষণ করে না।
মানুষই কি এই গ্রহের সবচেয়ে হিংস্র প্রাণী?
আর কতোদিন 'তিলোত্তমা'রা অত্যাচারীতা হবে?
আর কবে সমাজ বদলাবে?
মানুষ আবার কবে মানুষ হবে?
মানুষের কাছে কি আছে এই প্রশ্নের জবাব?

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...