উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
পার্ক স্ট্রিটের সুজাটকে মনে পড়ে?
কিংবা কাটোয়া, কামদুনি, কাকদ্বীপ?
আর জি কর তো আজ নতুন নয়,
তবু ভালো, তোমাদের ঘুম তো ভাঙল।
বাঙালি তো এমন নির্বিষ, নির্বিকার ছিল না!
নিশিথ সূর্যের দেশের রাজারাও-
বাঙালির রক্তচক্ষুকে ভয় পেত!
তবে এই শীত ঘুমের কারন কি?
তরুণী ডাক্তারের আর্তনাদ কি
বাঙালি কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে পারল?
নাকি এই আর্তনাদ বন্ধ হলে আবার
ঘুমিয়ে পড়বে? - সময় জবাব দেবে।
আপাতত এই লড়াই জারি থাকুক,
আবার ঘুমিয়ে পড়ার আগে যেন-
তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে পারি।
কি বাঙালি ঘুম পাচ্ছে? এবার তো জাগো!