পৃষ্ঠাসমূহ

রবিবার, ৫ মে, ২০২৪

বাঙালির ভোট পুজো

বাঙালির ভোট পুজো
            উপেন্দ্র নাথ ব্রহ্মচারী 

দুর্গাপুজো, ঈদ পুজো,
বড়দিনের পুজোর সাথে
ভোট পুজোও করি পালন
কব্জি ভোর মাংস ভাতে।
বারো মাসে তেরো পাবণ,
ভোট একটা তারই মাঝে,
দেওয়াল লিখনে শুরু পুজো,
লাইনে দাঁড়াই সেজেগুজে।
মিটিং, মিছিল, রোড শো,
রব উঠেছে সাজো সাজো,
চায়ের দোকান, খেলার মাঠে
গরমাগরমি চলছে তক্কো।
কোন নেতা করছে চুরি,
কেই বা করে দাদাগিরি,
এবার ভোটে জিতবে কে,
ডুববে কার স্বপন-তরী।
'পুজো'র দিন এলো শেষে
সবাই ভীষণ উত্তেজিত,
সকাল সকাল দেবো ভোট-
ভাবটা ভীষণ গদগদ।
ভোটের বুথে লম্বা লাইন,
মাংস-দোকান যায়না কম,
উৎসবেতে মেতে সবাই,
পুজোর বাজার সরগরম।
খাওয়া-দাওয়া, গাল-গল্পে
ছুটির দিনটা কাটল বেশ,
ভোটের ফল বেরোলে তবেই
কাটবে এই পুজোর রেশ।

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...