পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

ফাঁকা মাঠে গোল

ফাঁকা মাঠে গোল
            উপেন্দ্র নাথ ব্রহ্মচারী 

সাহেব মোদের দারুন প্লেয়ার
খেলেন ভীষণ খেটে,
গোল করতে বাসেন ভালো
বিরোধী শূন্য মাঠে।
বিরোধী দলের প্লেয়ারগুলো
বজ্জাত ভারি বটে,
প্রশ্নে-প্রশ্নে জজ্জরিত
সাহেব লাল চটে।
বড্ড সাহস তোমরা
তোলো প্রশ্ন বড়-বড়,
জানোই সাহেব দিতে জবাব
নয়তো সড়গড়।
বল পায়ে সাহেব ছোটেন
গোলটা রেখো ফাঁকা,
গোলকিপার ধরলে বল
সাহেব খাবেন ছ্যাঁকা।
অনেক হলো আর সয়না
তোদের বেয়াদপি,
সবকটাকে দিলেন খেদা
সাহেব এবার হ্যাপি।
গণতন্ত্র, প্রজাতন্ত্র- এখন
অর্থহীন শব্দ,
সাহেব ক্রুদ্ধ হলে যেনো
হবেই তুমি জব্দ।
আইনসভার উভয় কক্ষ
ময়দান এখন খোলা
ডজন বিল করিয়ে পাশ
পড়াবে গোলের মালা।

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...