উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
আইনসভায় বলব আমি, শুনবে বাকি সবাই,
বিরোধীতা করবেনা কেউ, ওতে বড্ড ভয় পাই।
জনগণের ভোটে জিতে সভায় আমি হিরো,
বিরোধীপক্ষ? তুচ্ছ ওরা, ওরা ভোটে হেরো।
বিরোধীতা করলে জেনো করব সভা ছাড়া,
লেলিয়ে দেবো এজেন্সিদের, দেবে কড়া নাড়া।
রাহুল বেটার বড্ড বাড়, প্রশ্ন করে আমায়!
দিলাম ওকে ঘার ধাক্কা দেখি কে আটকায়।
সভার মাঝে বেটা বলে আমি নাকি দালাল!
আম্বানি আর আদানিকে করছি মালামাল।
মূর্খ বেটার খুব সাহস ভাঙে হাটে হাঁড়ি,
সবার সামনে সত্যি বলার দিয়েছে সাজা ভারি।
কানটি খুলে শুনে রাখো বলছি আবার আমি,
আইনসভায় আমিই হিরো, সবার চেয়ে দামি।