মানুষ যখন মানুষ ছিল
উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
সবাই তখন মানুষ ছিল;
ধর্ম যখন জন্ম নিল-
কেউ মুসলিম কেউ হিন্দু হলো।
মানুষ যখন মানুষ ছিল-
গরু, শুয়োর সব পশু ছিল;
ধর্ম যখন জন্ম নিল-
কেউ মা কেউ হারাম হলো।
মানুষ যখন মানুষ ছিল-
কর্ম তখন ধর্ম ছিল;
ধর্ম যখন জন্ম নিল-
কর্ম কোথায় হারিয়ে গেল।
মানুষ যখন মানুষ ছিল-
পশুর মাংসে তৃপ্ত ছিল;
ধর্ম যখন জন্ম নিল-
মানুষের মাংস মানুষ খেলো।