পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

মানুষ যখন মানুষ ছিল

মানুষ যখন মানুষ ছিল
                উপেন্দ্র নাথ ব্রহ্মচারী 

মানুষ যখন মানুষ ছিল-
সবাই তখন মানুষ ছিল;
ধর্ম যখন জন্ম নিল-
কেউ মুসলিম কেউ হিন্দু হলো।

মানুষ যখন মানুষ ছিল-
গরু, শুয়োর সব পশু ছিল;
ধর্ম যখন জন্ম নিল-
কেউ মা কেউ হারাম হলো।

মানুষ যখন মানুষ ছিল-
কর্ম তখন ধর্ম ছিল;
ধর্ম যখন জন্ম নিল-
কর্ম কোথায় হারিয়ে গেল।

মানুষ যখন মানুষ ছিল-
পশুর মাংসে তৃপ্ত ছিল;
ধর্ম যখন জন্ম নিল-
মানুষের মাংস মানুষ খেলো।

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

প্রকৃতির মরন কামড়

প্রকৃতির মরন কামড়
                    উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

পাথর কেটে, পাহাড় ভেঙে করতে হবে উন্নয়ন-
সংবিধানের বিশেষ ধারা করা হল তাই উত্তোলন।
খরস্রোতা নদীর বুকে তৈরী দেখো বিশাল বাঁধ,
বাজল ডঙ্কা উন্নয়নের কাঁধের সাথে লাগিয়ে কাঁধ।
পর্যটনে আনতে বিপ্লব হচ্ছে হোটেল, রাস্তা-ঘাট;
চাই নতুন জনবসতি, আজ জঙ্গল তাই খোলা মাঠ।
ভূগোল-বিজ্ঞান ভরেনা পকেট, পুঁজিবাদীর পুঁজি চাই;
বাস্তুতন্ত্রের শ্রাদ্ধ করে আইন বদল হলো তাই।
হিমালয়ের বুক চিরে এগিয়ে গেছে সুরঙ্গ পথ!
উন্নয়নের প্রবল চাপে ধ্বংস-মুখি এ জগৎ।
সভ্যতার হচ্ছে বিকাশ ধ্বংস করে প্রকৃতি-
দিচ্ছে এখন মরন কামড়, জোশীমঠের নেই নিষ্কৃতি।

জবাব দাও

জবাব দাও
         উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

বিশ্বের বৃহৎ গণতন্ত্র
গর্ব মোদের ভারি,
কেউবা চড়ে সোনার রথে,
কেউ পায়না শব-গাড়ি।
এক শতাংশ লোক খাচ্ছে
দেশটা লুটেপুটে
বাকীরা সব চুষছে আঙুল
খাচ্ছে ধান খুঁটে।
বিশ্বসেরা ধনীদের সব
এই দেশেতেই বাস,
ছেলের কাঁধে মায়ের শব
লজ্জায় মুখ লুকাস।
রক্তচোষা বাদুড় ওরা
চোষে গরীবের রক্ত,
ইনকিলাবের আসছে ডাক
মুষ্ঠি করো শক্ত।
বঞ্চনা আর কতোদিন-
জবাব দাও সরকার,
থাকলে চুপ এই‌ জনতাই
বুঝে নেবে তার অধিকার।

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...