পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

বঞ্চিতদের হাহাকার

বঞ্চিতদের হাহাকার
        উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

টেট পরীক্ষায় করেও পাশ
পায়নি যারা হকের চাকরি,
তাদেরই এই আন্দোলন,
আর তাতেই যত মারামারি।

ঘুষটা যদি পারত দিতে
ওরাও পেত চাকরির মজা।
যায়নি ওরা অসৎ পথে,
সেই অপরাধেই পাচ্ছে সাজা!

মুখটা তোলো, তাকিয়ে দেখো
বঞ্চিতদের হাহাকার,
পাষাণ মনে জাগাও মায়া,
নামের করো সুবিচার।

মধ্যরাতে পুলিশ দিয়ে-
করলে ওদের লাঠিপেটা!
থাকবে মনে এসব কিছুই,
ইতিহাসে থাকবে লেখা।

যতই তোমরা মারবে ওদের-
শক্ত হবে মুষ্ঠি খানা।
রাষ্ট্রের পোষা গুণ্ডা তুমি,
পুলিশ তোমায় জানাই ঘৃণা।

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...