মহারাজের দরবার
উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
কোচ রাহুল দ্রাবিড়,
এনসিএ-তে লক্ষণ এলেন,
সাথে স্বর্ণ-যুগ ফের।
দাদার দলে ছিলেন-
আরও রথী-মহারথী,
কুম্বলে, শচীন, জাহির খান-
আসবে সবাই সত্যি
বাকী রইলেন ভাজ্জু, যুবি,
কাইফ, সহবাগ
ওদের জন্যও তৈরী আছে
দাদার সাজানো বাগ।
শৈশবটা আবার ফিরে
পেলাম একবার
তারই সাথে এলো ফিরে
মহারাজের দরবার।