পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

মহারাজের দরবার

মহারাজের দরবার
                   উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

বোর্ডের প্রধান হলেন দাদা,
কোচ রাহুল দ্রাবিড়,
এনসিএ-তে লক্ষণ এলেন,
সাথে স্বর্ণ-যুগ ফের।

দাদার দলে ছিলেন-
আরও রথী-মহারথী,
কুম্বলে, শচীন, জাহির খান-
আসবে সবাই সত্যি

বাকী রইলেন ভাজ্জু, যুবি,
কাইফ, সহবাগ
ওদের জন্যও তৈরী আছে
দাদার সাজানো বাগ।

শৈশবটা আবার ফিরে
পেলাম একবার
তারই সাথে এলো ফিরে
মহারাজের দরবার।

বুধবার, ৩ নভেম্বর, ২০২১

নিরোর রাজ্য

নিরোর রাজ্য
              উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

রোমের রাজা নিরো ছিলেন
                        অতি বড় নির্দয়,
রাজ্যে আগুন লাগিয়ে দিয়ে
                    মজতেন বেহালায়।
এমনই এক নিরোর রাজ্যে
                        করি মোরা বাস,
মানুষ যেথায় মূল্যহীন
                        জীবন হাসফাস।

কর্মহীন রাজ্যে রানীর
                        অন্ন জোটা দায়!
জ্বলছে রাজ্য, পুড়ছে জীবন
                          রাণীর কি যায়?
কর্ম প্রার্থী রাজ্যবাসী
                            সারমেয় সম,
খুন-ডাকাতি সবই মাফ
                     রাণীর হাত থামো।

৬০০ ভরি সোনায় মোরা
                       মা কালির মূর্তি!
উন্নয়নের জোয়ারে ভেসে
                কেষ্টার বেজায় ফুর্তি।
অর্থাভাবের রাজ্য যেথায়
                     মানুষ ভুখা মরে,
মাটির মূর্তি সেজে ওঠে-
            তিন কোটির অলঙ্কারে।

হে ঈশ্বর এই অনাচার
                     চলবে কতোদিন?
গরীব কেন খেতে পায় না,
                      শিক্ষিত কর্মহীন?
তোমার চোখে সবাই সমান,
                      তবু কেন বৈষম্য?
ইনকিলাবই দিন ফেরাবে,
                     চাই লড়াই অদম্য।

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...