উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
মন্দিরেতে গো-মাংস-
গেল-গেল রব,
ধরা পড়ল হিন্দু যুবক-
নাম তার ভৈরভ।
মূর্তির পায়ে কোরান শরীফ-
হিন্দু নিধন চালায়,
ইকবাল শেষে পড়ল ধরা,
ফায়দা তোলে নেতায়।
মসজিদ ভাঙলে হিন্দুর কি?
মন্দির ভাঙলে মুসলমানের?
তোমরা যদি লড়াই করো-
লাভ হবে শয়তানের।
আম জনতার ধর্ম নেই,
জীবন তাদের যুদ্ধ।
মৌলবাদী ও রাজনেতাদের-
বিনাশ হোক শিকড় সুদ্ধ।