পৃষ্ঠাসমূহ

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

'ধর্ম'-যুদ্ধ

'ধর্ম'-যুদ্ধ
           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী 

মন্দিরেতে গো-মাংস-
গেল-গেল রব,
ধরা পড়ল হিন্দু যুবক-
নাম তার ভৈরভ।

মূর্তির পায়ে কোরান শরীফ-
হিন্দু নিধন চালায়,
ইকবাল শেষে পড়ল ধরা,
ফায়দা তোলে নেতায়।

মসজিদ ভাঙলে হিন্দুর কি?
মন্দির ভাঙলে মুসলমানের?
তোমরা যদি লড়াই করো-
লাভ হবে শয়তানের।

আম জনতার ধর্ম নেই,
জীবন তাদের যুদ্ধ।
মৌলবাদী ও রাজনেতাদের-
বিনাশ হোক শিকড় সুদ্ধ।

শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

ধর্ম

           ধর্ম
                   উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

জাতের রং চিনি না আমি, চোখে দেখিনি ধর্ম,
সবার উপরে মানুষ সত্য, মানবিকতাই বর্ম।
মানুষ হয়ে জন্মেছি আমি মনুষ্যত্বের পাহারাদার-
ধর্ম-জাতের ব্যাপারিরা জ্বলে-পুড়ে হোক ছাড়খাড়।

তোমার ধর্ম নরসংহার, আমার ধর্ম প্রেম,
নৃশংসতার পুজারি তুমি, শেম তোমায় শেম।
মানবতার ধারক যে, ধর্ম তাকেই কয়-
নৃশংসতা তোমার নেশা, তা ধর্ম মোটেই নয়।

আল্লাহ নাকি মহাশক্তিমান, ভগবান সৃষ্টিকর্তা!
তোমরা নাকি তাদের রক্ষক, এতোটাই স্পর্ধা!
আল্লাহর নামে মন্দির ভাঙ্গ, রামের নামে মসজিদ,
নিজের ঘরেই অসহায় তারা, দাঙ্গাবাজদের জিত।

যেদিন তোমার ঘর পুড়বে, জ্বলবে তোমার শহর,
তোমার পাশে মানুষই পাবে দাঁড়াবে না কোনো ঈশ্বর।
তাইতো বলি বিভেদ ভুলে মানুষকে করো আপন-
মানুষের পাশে মানুষ থাকবে, দেখি সেই দিনের স্বপন।

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...