পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

রাজা তুমি ছাড়ো গোদি

রাজা তুমি ছাড়ো গোদি
                 উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

অতিমারির অতি ধাক্কায়,
দেশটা যখন যায় গাড্ডায়,
রাজা মোদের নিরো, সে-
'মনের কথা' দেশকে শোনায়।
কে শুনবে প্রজার কথা?
রাজার তাতে কি এসে যায়?

ওষুধ, টীকা নেইকো হেথায়,
শ্বাসটুকুও আজ নেওয়া দায়,
বেডের অভাব হাসপাতালে,
দেশটা গেল রসাতলে।
ঘরে-ঘরে শুধু কান্নার রোল-
খালি কতো মায়ের কোল।

ছোঁয়াচ বাঁচাতে দেশে তালা
প্রাণে বাঁচতে পেটেও তালা
কাজ বন্ধ, ব্যাবসা লাটে
প্রজারা সব খালি পেটে
বন্ধ আজ সব কারবার
রাজ গড়ছেন রাজদরবার।

বালির চড়ে পোঁতা লাস
রাজা তুমি ভীষন বদমাশ।
আধ পোড়া সব মৃতদেহ-
খুবলে খায় সারমেয়।
লাস ভর্তি গঙ্গা নদী,
রাজা তুমি ছাড়ো গোদি।

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...