পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

ট্রেলার রিভিউ : রাধে

ট্রেলার রিভিউ : রাধে
           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

            রাধে সিনেমার পোস্টার

না, এটা ঠিক 'মুভি রিভিউ' নয়, সিনেমার রিভিউ দেওয়ার মতো বোদ্ধা আমি নই। কিন্তু সলমন খানের আগামী সিনেমা 'রাধে'-র ট্রেলার দেখার পর আমার মনের ভাবটা প্রকাশ না করে থাকতে পারলাম না।

অনেকের মতোই আমিও দীর্ঘদিন ধরেই এই সিনেমাটার অপেক্ষায় ছিলাম। তবে আমি 'ভাইজান'-র প্রথম দর্শনে সিটি দিয়ে পুরো হল মাথায় করে নেওয়ার মতো কোনো ভাইজান-ভক্ত নই কিন্তু সলমনের সিনেমা আমার বেশ লাগে, ফুল অফ এন্টারটেনমেন্ট। আড়াই-তিন ঘন্টা সিনেমার মজা নাও, হল থেকে বেড়িয়ে ভুলে যাও, ব্যাস। সলমনের সিনেমা যেমন মনে দাগ কাটে না তেমন এতটুকু বোর করে না, 'যুবরাজ' (২০০৮) ছাড়া। তাই আমি সাধারণত মিস করি না।

গত ২২ তারিখ রিলিজ করেছে সলমন খান, দিশা পাটানি, রণদীপ হুড্ডা অভিনীত আসন্ন সিনেমা 'রাধে'-র ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা, প্রযোজনায় আছেন সোহেল খান, অতুল অগ্নিহোত্রি ও সলমন নিজে। ট্রেলারটা দেখলাম এবং কোনো ভনিতা না করে প্রথমেই বলে দিই আমার বিন্দুমাত্র ভালো লাগে নি। ট্রেলার দেখে এটা কখনোই সলমন খানের লেবেলের সিনেমা বলে আমার মনে হয়নি। অনেকের মতে এই সিনেমাটা 'ওয়ান্টেড'-র সিকুয়াল, আমারও তাইই মনে হয়েছে। যদিও নির্মাতারা তা মানতে রাজী নন। এই গল্পটা ২০১৭র দক্ষিণ কোরিয়ার সিনেমা 'দ্যা আউটলস'-এর থেকে নেওয়া হয়েছে। দ্যা আউটলস একটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরী সিনেমা যেখানে দেখানো হয়েছিল যে একটি শহরে ড্রাগের দু নম্বরি ব্যাবসা বেড়ে যায় ফলে প্রতিদিন প্রচুর ক্রাইম হতে থাকে, সেই ক্রাইম বন্ধ করার দায়িত্ব পরে এক পুলিশ অফিসারের উপর। তিনি তাঁর নিজস্ব কায়দায় সেই সমস্যার সমাধান করেন। রাধের গল্পও মোটামুটি একই বলে মনে হচ্ছে। ট্রেলারে 'সিটি মার' বলে যে গানটা ব্যাবহার করা হয়েছে সেটা তেলুগু সিনেমা 'ডিজে' (২০১৭) তে ব্যাবহার করা একটি গানের হিন্দি রিমেক। 

এবার আসি আমার কথায়, ট্রেলার দেখে আমার কি মনে হয়েছে। আমি আগেই বলেছি আমার বিন্দুমাত্র ভালো লাগেনি। ডায়লগগুলো অত্যন্ত জঘন্য, যেন যা হয় উটপটাং একটা বলে দিতে পারলেই হলো। এমনকি সলমনের পুরনো সিনেমার ডায়ালগও ব্যাবহার করা হয়েছে। যে সলমন হিট হিট সব ডায়লগ জন্ম দেন তিনি কেন তাঁর পুরনো ডায়ালগ ব্যাবহার করছেন? তবে কি তাঁর মধ্যে ফ্লপ করার কোনো ভয় কাজ করছে? নির্মাতাদের বোঝা উচিৎ যে একই ডায়ালগের পুনঃ ব্যাবহার কিন্তু মানুষকে বোর করতে পারে, যা থেকে সিনেমা ফ্লপ করার সম্ভাবনা তৈরী হয়। ট্রেলারের এক মিনিট দুই সেকেন্ডে একটি দৃশ্যে নায়ক (সলমন) নায়িকা (দিশা পাটানি)কে তার নাম জিজ্ঞাসা করছে, জবাবে নায়িকা জানাল যে তার নাম দিয়া, উত্তরে নায়ক বলল যখনই তার কোনো বোন হবে তার নাম রাখবেন 'নাদিয়া'। এগুলো কি ধরনের ডায়লগ? কে লেখে এসব? সিলিম সাহেব এগুলো দেখলে নিশ্চিত ভাবেই ব্যথিত হবেন। ৫০-৫৪ সেকেন্ডে একটা ডায়লগ আছে , "আগর আব কোয়ি আগে বারা তো উসকা ব্লাডার কে জাগা ফেপরা হোগা অউর লিভার কে জাগা কিডনি", আর এই ডায়লগটা শেষ হলে সলমনের পেছনে ভিড় করে থাকা লোক জনের রিএক্সন দেওয়ার কথা কিন্তু ডায়লগটা শেষ হওয়ার আগেই তারা রিএক্ট করে দেয়। এতো বড় ব্যানারের ছবিতে এই ধরনের টেকনিক্যাল ভুল কি করে হয়? এই ভুলতো পরিচালকের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দেয়! দিশার অভিনয়ে আমি কোনো সাবলীলতা পাই নি, যেন একটু ন্যাকামী বেশি। যদিও দু মিনিটের ট্রেলার দেখে এটা বলা হয়তো ঠিক নয়। তবে ভিলেনের চরিত্রে রণদীপ হুড্ডাকে আমার বেশ লেগেছে। রণদীপের জন্য সিনেমাটা দেখতেই হবে।

'রাধে'-র ট্রেলারকে আমি পাঁচের মধ্যে আড়াই দেবো।

এখন অপেক্ষা ১৩ই মে, ২০২১র যেদিন বিভিন্ন প্রেক্ষাগৃহের সাথে জি৫ ওটিটিতে রিলিজ করবে 'রাধে'।

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

তোমার বিকাশ - আমার বিকাশ

তোমার বিকাশ - আমার বিকাশ
                          উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

তোমার মডেল, তোমার বিকাশ
ঐ উচ্চতম মূর্তি -
আমার মডেল, আমার বিকাশ
সিলিন্ডার অক্সিজেন ভর্তি।

তোমার মডেল, তোমার বিকাশ
মন্দির খানা মস্ত -
আমার মডেল, আমার বিকাশ
স্বাস্থ্য-শিক্ষার সুবন্দোবস্ত।

তোমার মডেল, তোমার বিকাশ
ঢংঢং ঘন্টা মন্দিরের -
আমার মডেল, আমার বিকাশ
মিষ্টি শব্দ কারখানার সাইরেনের।

তোমার মডেল, তোমার বিকাশ
ধর্মের নামে খুনোখুনি -
আমার মডেল, আমার বিকাশ
অভুক্ত পেটের কথা শুনি।

তোমার মডেল, তোমার বিকাশ
লাশেরও জাত খোঁজে -
আমার মডেল, আমার বিকাশ
শুধু মানবতার ভাষাই বোঝে।

তোমার মডেল, তোমার বিকাশ
'নিজেরটা নিজে বুঝে নিন' -
আমার মডেল, আমার বিকাশ
গরীবের শ্রমজীবী ক্যান্টিন।

তোমার মডেল, তোমার বিকাশ
মিথ্যা বুলি ঝুড়িঝুড়ি -
আমার মডেল, আমার বিকাশ
সরকারে নাও থাকি, তবু কাজ করি।

তোমার মডেল, তোমার বিকাশ
তোমার কাছেই ঝাপসা।
আমার মডেল, আমার বিকাশ
মানুষের আশা-ভরসা।

সৈনিক

সৈনিক           উপেন্দ্র নাথ ব্রহ্মচারী   ছেলেটা গত কালই বাড়ি ফিরেছিল, ছ'মাস পর, মাঝে ছুটি পায়নি সে। ফুলসজ্জার পরের দিন চলে যেতে হয়েছ...