ধূর্ত রাজা
উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
স্বপ্ন বেচে, মিথ্যা বলে সিংহাসনে বসলে রাজা!
স্বপ্ন ভাঙল পরলে ধরা, জনগণের এ কি সাজা?
লক্ষ টাকার পোষাক পরে দাও ফকিরির ভাসন,
কর্মহীন, অন্নহীন, লক্ষ্যহীন অর্থাভাবের কু-শাসন।
নতুন আইন আনলে রাজা কৃষকের কথা ভেবে?
তোমায় চিনি হাড়ে হাড়ে, তুমি চলো স্বার্থ মেপে।
অন্নদাতার অন্ন জোটে না, পঞ্চব্যঞ্জন তোমার পাতে,
কোটিপতির পকেট ভড়ছ, কৃষক-মজদুর মারছ ভাতে।
আবেদনে, নিবেদনে টলানো যায় নি তোমার মন,
রাজধানীতেই দেখা হবে, প্রয়াস তাদের প্রাণপণ।
তারা আজ এক হয়েছে, ডাক দিয়েছে 'চলো দিল্লি',
তোমার কপালে বলি রেখা যতই ওড়াও ওদের খিল্লি।
আঠারো থেকে আশি হাঁটছে হাতে শক্ত লাল ঝান্ডা,
পায়ের তলায় ফোসকা আর পিঠে পুলিশের ডান্ডা।
মিছিল ওদের শান্তিপূর্ণ তবুও তুমি অশান্ত,
পুলিশ দিয়ে ব্যারিকেড গড়েও হলে নাকো ক্ষান্ত।
তোমার আছে কাঁদানে গ্যাস, আছে জল কামান
লং মার্চে শপথ আছে, আছে কৃষকের অভিমান।
আমজনতার জেদের কাছে রাজা তুমি পরাজিত,
ইনকিলাব জিন্দাবাদে রাজধানী আজ মুখরিত।
হিসাব সব থাকছে তোলা, জবাব তুমি পাবেই ঠিক
ধূর্ত রাজা, পিশাচ তুমি তোমায় জানাই ধিক, ধিক, ধিক।